1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময় জানালেন প্রতিমন্ত্রী - বাংলা টাইমস
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৮:৪০ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময় জানালেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, আগামী নভেম্বর মাসের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুর দিকে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, ক্লাস শুরুর প্রথম থেকে চতুর্থ শ্রেণির একদিন করে ক্লাস নেওয়া হবে, আর পঞ্চম শ্রেণির সপ্তাহের ছয়দিন ক্লাস। সংক্ষিপ্ত সিলেবাসে আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার আয়োজন করা হবে।

 

জাকির হোসেন বলেন, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিলেও কতটি বিষয় পরীক্ষা নেওয়া হবে সেটি পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি ভালো থাকলে সিলেবাস সংক্ষিপ্ত করে ৬টি বিষয়ে পরীক্ষার আয়োজন করা হতে পারে। যদি তা সম্ভব না হয় তবে বিষয় কমিয়ে পরীক্ষা নেওয়া হতে পারে।

 

উল্লেখ্য, আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শুরুতে প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস শুরুর কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট