1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
পুলিশ পরিচয়ে ১৯ স্বর্ণের দোকানে ডাকাতি - বাংলা টাইমস
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৩:৫৮ পূর্বাহ্ন

পুলিশ পরিচয়ে ১৯ স্বর্ণের দোকানে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ার নয়ারহাটে পুলিশ পরিচয়ে ১৯টি স্বর্ণের দোকানে ডাকাতি সংগঠিত হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে দোকানের কর্মচারী ও নিরাপত্তা প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে এই ডাকাতির ঘটনা ঘটেছে।

 

নৌকায় চড়ে ওই বাজারে ঢোকে ডাকাতরা। দোকানগুলোর দরজা খুলতে বলে তারা। এসময় পরিচয় জানতে চাইলে পুলিশের লোক বলে পরিচয় দেয় ডাকাতরা।

 

ডাকাতির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশের কর্মকর্তারা।

 

ভুক্তভোগী এক দোকান মালিক গৌরাঙ্গ বলেন, রবিবার রাত ১ থেকে ২টার দিকে তিনটি ইঞ্জিন চালিত নৌকায় করে প্রায় ৭০ থেকে ৮০ জন ডাকাত বাজারে প্রবেশ করে। এসময় তাদের হাতে বন্দুক, পিস্তল ও দেশীয় অস্ত্র ছিল। তারা নিরাপত্তা প্রহরী ও বিভিন্ন দোকানের কর্মচারীদের ব্যাপক মারধর করে। ভয়ে নিরাপত্তা প্রহরী ও দোকানের কর্মচারীরা চিৎকারও দিতে পারেনি। ডাকাতরা মোট ১৯টি দোকানে ডাকাতি করে প্রায় ১৫০ ভরি স্বর্ণ ও স্বর্ণালংকার লুট করে।

 

পুলিশ জানায়, আশুলিয়ার নয়ারহাটে স্বর্ণের ১৯টি দোকানে এ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নৌপথে এসে ওই বাজারে ডাকাতি করেছে।

 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। ডাকাতদের ধরতে ও তদন্ত চালিয়ে যাচ্ছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট