1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
পানশির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা তালেবানের - বাংলা টাইমস
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:১৭ অপরাহ্ন

পানশির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা তালেবানের

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

আফগানিস্তানের পানশির প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে তালেবান। সোমবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ ঘোষণা দেন তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ। খবর এএফপির।

 

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পরও প্রতিরোধ বাহিনীগুলো পর্বতে ঘেরা পানশির উপত্যকা থেকে প্রতিরোধ চালিয়ে যাচ্ছিল। এই একটিমাত্র প্রদেশ তালেবানের নিয়ন্ত্রণের বাইরে ছিল।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তালেবান যোদ্ধাদের পানশিরের গর্ভনর কম্পাউন্ডের গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

 

আলোচনার মাধ্যমে পানশিরের লড়াই নিষ্পত্তি করতে আফগানিস্তানের ধর্মীয় আলেমদের দেওয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছিলেন তিনি। তালেবানের সঙ্গে কথা বলতে প্রস্তুত বলেও জানিয়েছিলেন।

 

দুদিন আগে তালেবান দাবি করেছিল, পানশির নিয়ন্ত্রণে নিয়েছে তারা। তবে পরে খবর আসে, পানশিরে এনআরএফের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তালেবানের তুমুল লড়াই চলছে। পরে তালেবান দাবি করে, তাদের যোদ্ধারা পানশিরের রাজধানীতে ঢুকে পড়েছে।

 

উল্লেখ্য, গত ১৩ই অগাস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর তারা নিজেদের আগের চেয়ে অনেক সহনশীল বলে তুলে ধরার চেষ্টা করে। কিন্তু আফগানিস্তানের বিভিন্ন জায়গা থেকে এখনো তাদের নিষ্ঠুরতা এবং নির্যাতনের নানা খবর পাওয়া যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট