ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগের মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন ও অমিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। একই সাথে পলাতক শহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা কামাল হোসেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট জমা দেন।
গত ১৪ আগস্ট নাসিরউদ্দিন ও অমির বিরুদ্ধে বিমানবন্দর থানায় করা মাদক মামলায় আদালতে চার্জশিট দাখিল করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তদন্তে তিন নারীর সম্পৃক্ততা না পাওয়ায় তাদের অব্যাহতির আবেদন করা হয়।
গত ১৪ জুন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে সাভার থানায় মামলা করেছিলেন পরীমনি। এ মামলায় অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়। ওই দিনই উত্তরার একটি বাসা থেকে নাসির-অমিসহ তিনজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
Leave a Reply