বিশ্বকাপ বাছাইপর্বের সুপার ক্লাসিকোর ম্যাচটি শুরুর মাত্র পাঁচ মিনিটেই বন্ধ হয়ে যায়। পরে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আসা আর্জেন্টাইন চারজন ফুটবলারের ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়াই মাঠে নেমে পড়াকে কেন্দ্র করে ম্যাচটি স্থগিত করা হয়।
চার খেলোয়াড়কে রেফারি ড্রেসিংরুমে পাঠিয়ে দেন। স্টেডিয়াম ছাড়ার পাঁচ ঘণ্টার মধ্যেই ভাড়া করা বিমানে মাঠ ছাড়ে আর্জেন্টাইন খেলোয়াড়েরা।
ব্রাজিলের গণমাধ্যম সূত্রে জানা গেছে, কোয়ারেন্টাইন বিধি ভঙ্গের কারণে গ্রেপ্তার হতে পারতেন ওই চার ফুটবলার। কেননা ইমিগ্রেশনের কাছে তাদের তথ্য গোপনের অভিযোগ উঠেছে।
এসব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে ব্রাজিল পুলিশ হোটেলেও গিয়েছিল। কিন্তু তার আগে আর্জেন্টাইন খেলোয়াড়েরা বিমানে দেশের পথে রওনা হন।
Leave a Reply