সহজ টার্গেটে খেলতে নেমে বড় রানে হারল টাইগাররা। রবিবার (৫ সেপ্টেম্বর) টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১২৮ রান করে নিউজিল্যান্ড।
এর জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা তেমন ভালো হয়নি। মাত্র ৪৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুকতে থাকে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১৯ ওভার ৪ বলে সবকয়টি উইকেট হারিয়ে মাত্র ৭৬ রান করে রিয়াদবাহিনী। অর্থ্যাৎ ৫২ রানে হারে বাংলাদেশ।
দলের পক্ষে মুশফিকুর রহিম অপরাজিত ২০ রান করেন। বিকেল ৪টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে রিয়াদবাহিনী।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক, উইকেট রক্ষক), রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, কোল ম্যাককনচি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, স্কট কাগেলেইন ও জেকব ডাফি।
Leave a Reply