রাজধানীর মতিঝিল থেকে ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতের নাম মো. আব্দুল খলিল। এ সময় তার হেফাজত হতে ১৬০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান, বিপিএম (বার), পিপিএম জানান, মতিঝিল থানার আরামবাগ ইনার সার্কুলার রোডের প্রিন্স গার্ডেন আবাসিক হোটেলের সামনে একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে শনিবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে অভিযান চালিয়ে ইয়াবাসহ খলিলকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত খলিল কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঢাকা মহানগরীসহ আশপাশ এলাকায় বিক্রয় করতো।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।
Leave a Reply