1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
ডেঙ্গু আক্রান্ত ৩১৫ জন হাসপাতালে, মৃত্যু ৫৩ - বাংলা টাইমস
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:৫৯ অপরাহ্ন

ডেঙ্গু আক্রান্ত ৩১৫ জন হাসপাতালে, মৃত্যু ৫৩

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩১৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৬২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন।

 

ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১১ হাজার ৮শ। এরমধ্যে অধিকাংশ রোগীই ঢাকার বাসিন্দা। এ পর্যন্ত মারা গেছে ৫২ জন।

 

রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

তাতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৩১৫ জন ভর্তি হয়েছে। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৮০ জন।

 

ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১৩১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৪৯ জন।

 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে রবিবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছে ১১ হাজার ৮১৬ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১০ হাজার ৪৮১ জন রোগী। ডেঙ্গুতে এ সময়ে ৫২ জনের মৃত্যু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট