কুড়িগ্রামের চিলমারীতে কমতে শুরু করেছে নদীর পানি। ব্রহ্মপুত্র নদের পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
চিলমারী উপজেলার ২২টি প্রাইমারী বিদ্যালয় সহ পানি বন্দি প্রায় ৩০ হজার মানুষ। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ২১ সেঃমিঃ উপর দিয় প্রবাহিত হচ্ছে। চরম দূর্ভােগে রয়েছে বানভাসিরা। এসব মানুষর মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। বন্যার পানিত ডুবে আছে প্রায় ৫ হাজার ২ শত হেক্টার জমির ফসল।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ( টিও) মো.আবু সালেহ জানান, ২২ টি স্কুলে চারিদিকে পানি রয়েছে । আমি স্কুল গুলো পরিদর্শন করছি ১২ সেপ্টেম্বর স্কুল খুলতে পারে। এ জন্য পরিস্কার পরিছন্ন করা হচ্ছে স্কুল গুলো।
Leave a Reply