কোভিড-১৯ সংক্রমণ রোধে কুড়িগ্রাম জেলা পরিষদ কর্তৃক কুড়িগ্রামে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর ও অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে জেনারেল হাসপাতালের তত্বাবধায়কের হাতে ছয়টি অক্সিজেন কনসেনট্রেটর ও চারটি অক্সিজেন সিলিন্ডার তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি (সাবেক এমপি) মো. জাফর আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা আওয়ামীলীগের সদস্য ফাল্গুনী তরফদার, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আব্দুল কাদের, জেলা পরিষদের সদস্য মো. একরামুল হক বুলবুল, আব্দুল জলিল, মো. মমিনুল হক খন্দকার, ফরহাদ হোসেন মোল্লা, রেজাউল করিম লিচু, মোছা: শিউলী বেগম, লাভলী বেগম প্রমুখ।
Leave a Reply