1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
আক্কেলপুরে শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ আহত ৫ - বাংলা টাইমস
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৬:৩২ পূর্বাহ্ন

আক্কেলপুরে শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ আহত ৫

জয়পুরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

জয়পুরহাটের আক্কেলপুরে শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ ৫ জন আহত হয়েছে। ঘটনাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পশ্চিম মানিকপাড়া গ্রামে ঘটনাটি  ঘটেছে।

 

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই গ্রামে শিশু ও নারীসহ ৪ জনকে শিয়াল কামড়ে আহত করেছে। আহতরা সকলেই স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তারা হলেন, পশ্চিম মানিকপাড়া গ্রামের ফিরোজা বেগম (৪৫), গোপীনাথ মহন্তের ছেলে ওপেন মহন্ত প্রিয় (৭৮), আসমান হেলালের স্ত্রী রানু বেগম (৪৮), আনন্দ মহন্তের শিশুকন্যা ঐশি (৮)।

 

এদিকে পৌরসদরের কেশবপুর গ্রামে ঘরের ভেতর ঢুকে তিন বছরের শিশুর সাজিদকে কামড়ে গুরুতর  আহত করেছে এক শিয়াল। এছাড়া দুইটা গরু এবং একটি ছাগলকে শিয়াল কামড়ানোর খবর পাওয়া গেছে।

 

পশ্চিম মানিক পাড়া গ্রামের ওপেন মহন্ত প্রিয় বলেন, ৪ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় আমি বাড়ির সামনে বসে ছিলাম। এ সময় কিছু বুঝে ওঠার আগেই  আচমকা একটি শিয়াল দৌড়ে এসে আমার পায়ে কামড় বসিয়ে রক্তাক্ত করে গুরুতর আহত করে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা সুলতানা বলেন, শিয়ালের কামড়ে আহত সকলকেই প্রাথমিক ভাবে সাবান পানি দিয়ে  দীর্ঘক্ষন ক্ষতস্থান ধৌত করার পাশাপাশি  অতি দ্রুত ভ্যাকসিন নেওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট