নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত টি-টুয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে রবিবার (৫ আগস্ট) তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
এরই মধ্যে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে পাঁচ টি-টুয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ৭ উইকেটে ও দ্বিতীয়টি ৪ রানে জিতে টাইগাররা।
এদিক, প্রথম দুই ম্যাচ হারের পর, নিউজিল্যান্ড জানে, সিরিজে টিকে থাকার জন্য এটিই শেষ সুযোগ। এতে কোন সন্দেহ নেই যে, সিরিজে ফিরতে সব ধরনের চেষ্টাই করবে নিউজিল্যান্ড। তবে বাংলাদেশ অনেক বেশি আত্মবিশ্বাসী।
সিরিজের তৃতীয় ম্যাচে মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম বাংলাদেশি হিসেবে সংক্ষিপ্ত ফরম্যাটে শততম ম্যাচ খেলতে যাচ্ছেন রিয়াদ। তবে বিশ্বের অষ্টম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি।
মাহমুদুল্লাহর ঐতিহাসিক ম্যাচে সিরিজ জিতলে অবিস্মরনীয় হয়ে থাকবে। মাহমুদুল্লাহর সাথে অনন্য একটি মাইলফলকে দাঁড়িয়ে সাকিব আল হাসানও। আর মাত্র দুই উইকেট নিলে টি-টুয়েন্টি ক্রিকেটে আন্তর্জাতিক অঙ্গনে সর্বোচ্চ শিকারী হবেন সাকিব। বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারী শ্রীলংকার লাসিথ মালিঙ্গাকে টপকে যাবেন তিনি।
দুই উইকেট সাকিবকে আরও এক উচ্চতায় বসাবে। আর দুই উইকেট নিলেই আন্তর্জাতিক ক্রিকেটে ৬শ শিকার পূর্ণ হবে সাকিবের। এতে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ১২হাজার রান ও ৬শ উইকেট শিকারী হবেন সাকিব।
Leave a Reply