কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করেছে রাজিবপুর পুলিশ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে বটতলা-স্লুইসগেট মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে অভিযান চালানো হয়।
এ সময় চামড়ার স্যান্ডেলের ভিতরের সোল থেকে দুইটি প্যাকেটে ৪০০ পিচ ইয়াবাসহ শফিক হোসেন (১৮) নামের একজনকে আটক করা হয়।
আটককৃত শফিক হোসেন পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভবানীপুর সরকারপাড়া গ্রামের আলম প্রামাণিকের পুত্র।
এ বিষয়ে রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বাংলা টাইমসকে বলেন, ১৮ বছর বয়সী এই তরুন চামড়ার স্যান্ডেলের ভিতর ইয়াবা পাচার করছিলো। বাস থামিয়ে তাকে তল্লাশি করলে স্যান্ডেলের ভিতর দুটি প্যাকেটে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শনিবার (৪ আগষ্ট) আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply