1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
শিকল মুক্ত বন্দী রফিক উল্যা - বাংলা টাইমস
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০২:৫১ পূর্বাহ্ন

শিকল মুক্ত বন্দী রফিক উল্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে মৃত সাহাদ উল্যার পুত্র মো. রফিক উল্যা (৭৫) দীর্ঘ দিন শিকলে বন্দী থাকা অবস্থা থেকে মুক্ত হলেন। এরপর তাকে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে সদর থানার ওসি মো. জসিম উদ্দিন।

 

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে তিনি জানান, রফিক উল্যা কে তার পরিবারের লোকজন দীর্ঘ দিন থেকে ঘরে শিকলে বন্দি করে রেখেছে এমন সংবাদ পেয়ে শুক্রবার বিকেলে আমি ফোর্স নিয়ে তার বাড়িতে গিয়ে শিকলে বন্দী থেকে রফিক উল্যা মুক্ত করি। এরপর গোসল করিয়ে নতুন জামা পরিয়ে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।

 

স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন থেকে মানসিক রোগে আক্রান্ত হইয়া মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় মো. রফিক উল্যাহ প্রায়ই বাড়ীতে ভাংচুর সহ প্রতিবেশীদের মালামাল নষ্ট করায় তাকে শিকল দ্বারা বেঁধে রাখা হয়।

 

তার ছেলেরা ভবিষ্যতে এই রুপ কার্যকলাপ করবে না এবং পিতার ভরণপোষনসহ সার্বক্ষনিক খোঁজ খবর নিবে এই মর্মে আমার নিকট অঙ্গীকার নেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট