রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মো. পরান ওরফে বাদল।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ীস্থ বারী ট্রেডিং কোম্পানির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আয়ান মাহমুদ বলেন, গোপন সূত্রে জানতে পারি, একজন ব্যক্তি দক্ষিণ যাত্রাবাড়ীস্থ বারী ট্রেডিং কোম্পানির সামনে গাঁজাসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালঅনো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।
Leave a Reply