ময়মনসিংহ নগরীর ঢোলাদিয়া এলাকার ব্রহ্মপুত্র নদের পাড় থেকে জঙ্গি সন্দেহে চারজনকে আটক করেছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। এসময় তাদের কাছ থেকে পিস্তল গুলিসহ একাধিক দেশী অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার (৪ সেপ্টেম্বর) ভোরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হান্নানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ময়মনসিংহের ঢোলাদিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি ইঞ্জিন চালিত নৌকায় কয়েকজন জঙ্গি অবস্থান করছে। খবর পেয়ে রাতেই র্যাব-১৪ এর একটি আভিযানিক টিম অভিযান শুরু করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছোড়া শুরু করে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।
এসময় নৌকা যোগে পালিয়ে যেতে চেষ্টা করে জঙ্গিরা। পরে র্যাব ঘটনাস্থল নৌকা থেকে চারজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে পিস্তল গুলিসহ একাধিক দেশী অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব-১৪ এর পক্ষ থেকে বিস্তারিত পরে জানানো হবে।
Leave a Reply