কলকাতার ভবানীপুর আসনে উপনির্বাচন আগামী ৩০ সেপ্টেম্বর। ভোটের ফল ঘোষণা হবে ৩ অক্টোবর। এই ভোটের মধ্য দিয়ে ফের লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা ভোটে তিনি নন্দীগ্রাম আসনে লড়াই করে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন।
শনিবার (৪ সেপ্টেম্বর) জানানো হয়, ভবানীপুরসহ রাজ্যের ৩ কেন্দ্রের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে আগামী ৬ সেপ্টেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ ৩০ সেপ্টেম্বর। আর ভোটের ফলাফল প্রকাশ হবে ৩ অক্টোবর।
২০২১ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়ে জয়ী হয়েছিলেন রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। পরে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।
২০১৬ সালেও ভবানীপুর কেন্দ্র থেকেই বিধায়ক হন মমতা।
এদিকে, বিধানসভা নির্বাচনের সময় মুর্শিদাবাদের দুই কেন্দ্র সমশেরগঞ্জ এবং জঙ্গিপুরে প্রার্থীর মৃত্যুর জন্য ভোট হয়নি। সেই কেন্দ্রদুটিতেও ৩০ সেপ্টেম্বর নির্বাচন হবে।
Leave a Reply