1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
ভবানীপুরে উপনির্বাচন, মমতার উত্তরবঙ্গ সফর বাতিল - বাংলা টাইমস
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ন

ভবানীপুরে উপনির্বাচন, মমতার উত্তরবঙ্গ সফর বাতিল

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

উপনির্বাচন ঘোষণা হওয়ায় বাতিল হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর। আগামিকাল রবিবার (৫ সেপ্টেম্বর) শিলিগুড়ি পৌঁছনোর কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের৷

 

কিন্তু এ দিনই আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ ফলে আজ শনিবার ৯৪ সেপ্টেম্বর) থেকেই আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গেছে৷ যেহেতু ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রার্থী হচ্ছেন, তাই উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী৷

 

আগামিকাল রবিবার ৫ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গ সফরে থাকার কথা ছিল মুখ্যমন্ত্রীর৷ সরকারি এই সফরে উত্তরকন্যায় উত্তরবঙ্গের পাঁচটি জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা ছিল তাঁর৷ দুয়ারে সরকারের একটি ক্যাম্পেও যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর৷ যদিও এবারের সফরে দার্জিলিংয়ে যাওয়ার কোনও কর্মসূচি ছিল না তাঁরা৷

 

উপনির্বাচনের দিন ঘোষণার পরই ভবানীপুরে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ সম্ভবত সোমবারই (৬ সেপ্টেম্বর) মনোনয়ন জমা দিতে পারেন মুখ্যমন্ত্রী৷ যদিও নির্বাচন কমিশন উপনির্বাচনের প্রচারে একাধিক বিধিনিষেধ বেঁধে দিয়েছে৷ তবে উপনির্বাচনের দিন ঘোষণা হবে, তা ধরে নিয়েই সবরকম প্রস্তুতি সেরে রেখেছিল তৃণমূল কংগ্রেস৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট