রংপুরের পীরগঞ্জে ঘরের মেঝে লেপতে গিয়ে ১০ম শ্রেণীর এক স্কুলছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, রায়পুর গ্রামের শারিরীক প্রতিবন্ধী শাহাদত হোসেনের কন্যা ও রায়পুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী শাকিলা খাতুন (১৫) বেলা ১২টার সময় তাদের বসবাসরত মাটির ঘরের মেঝে লেপন করছিল।
ওই মাটির ঘরে রক্ষিত চাল রাখা টিনের ব্যারেলের উপর বৈদ্যুতিক সংযোগের মাল্টিপ্লাগ রাখা ছিল। ঘর লেপনের সময় মাল্টিপ্লাগ থেকে টিভি’র সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
Leave a Reply