1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
নিথর প্রেমিকের দিকে তাকিয়ে বললেন, ‘সিদ্ধার্থ, মেরে বচ্চে...’ - বাংলা টাইমস
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৩:০৬ পূর্বাহ্ন

নিথর প্রেমিকের দিকে তাকিয়ে বললেন, ‘সিদ্ধার্থ, মেরে বচ্চে…’

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিদ্ধার্থ শুক্লার অকালপ্রয়াণের পর থেকেই তার অনুরাগীরা উদ্বিগ্ন শেহনাজ গিলের জন্য। সিদ্ধার্থ ও শেহনাজকে তাদের অনুরাগীরা ডাকেন সিডনাজ বলে ৷ তাদের প্রথম আলাপ ‘বিগ বস’-এর ত্রয়োদশ মরসুমে ৷ শো শেষ হয়ে যাওয়ার পরও তাঁদের ঘনিষ্ঠতা অটুট ছিল ৷ শেহনাজ প্রায়ই বলতেন সিদ্ধার্থ তাঁর পরিবার ৷

 

বিগ বস-এর আর এক প্রাক্তন প্রতিযোগী সম্ভাবনা শেঠ ছিলেন সিদ্ধার্থের অন্ত্যেষ্টিতে ৷ সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, সেখানে শেহনাজ মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ৷ সিদ্ধার্থের পরিবারের সদস্যদের সঙ্গে তিনিও অংশ নিয়েছিলেন শেষকৃত্যে ৷

 

বার বার অস্ফুট স্বরে তিনি বলছিলেন, ‘সিদ্ধার্থ, মেরে বাচ্চা’৷ সম্ভাবনা বলেন, ‘‘অন্ত্যেষ্টি হওয়ার আগে কিছু ক্ষণ সিদ্ধার্থকে শায়িত অবস্থায় রাখা হয়েছিল, যাতে সকলে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন ৷ সে সময়ে শেহনাজ বসে ছিলেন সিদ্ধার্থের পায়ের কাছে ৷ এর পর তিনি অংশ নেন শেষকৃত্যে ৷’’

 

সম্ভাবনা বলেছেন সিদ্ধার্থের মা রীতা শুক্লাকে নিয়েও ৷ তার কথায়, ‘‘সিদ্ধার্থের মা আবেগপ্রবণ ছিলেন৷ কিন্তু চেষ্টা করছিলেন মানসিকভাবে শক্ত থাকার ৷ এই পরিস্থিতি পাড়ি দেওয়া তাঁর পক্ষে সহজ নয়৷’’

 

হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মারা যান সিদ্ধার্থ শুক্লা ৷ মাত্র ৪০ বছর বয়সে তিনি মারা যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷

 

বিনোদন দুনিয়ায় সিদ্ধার্থর আত্মপ্রকাশ মডেল হিসেবে ৷ প্রথম অভিনয় ‘বাবুল কা অঙ্গন ছুটে না’ ধারাবাহিকে ৷ তিনি দর্শকদের পছন্দের শীর্ষ তালিকায় চলে আসেন ‘বালিকা বধূ’ ধারাবাহিকে অভিনয় করে ৷ রিয়্যালিটি শো-এরও পরিচিত মুখ ছিলেন তিনি ৷ ‘বিগ বস ১৩’ বিজয়ী অংশ নিয়েছিলেন ‘ঝলক দিখলা যা’-র ষষ্ঠ মরসুমে এবং ‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি’-র সপ্তম মরসুমেও ৷ ছবিতে প্রথম অভিনয় ২০১৪ সালে ৷ করণ জোহর প্রযোজিত ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ ছবিতে সিদ্ধার্থ শুক্লা অভিনয় করেছিলেন পার্শ্বচরিত্রে ৷

 

সিদ্ধার্থ ও শেহনাজ ঠিক করেছিলেন ডিসেম্বরে তারা বিয়ে করবেন ৷ দুই জনের সম্মতিতে পরিবারে শুরু হয়েছিল প্রস্তুতিও ৷ মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলের সঙ্গে ঘর, ব্যাঙ্কোয়েট বুকিং নিয়ে কথাও বলেছিলেন সিডনাজ ৷ কিন্তু কিছু শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল সব ৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট