দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা স্কাউটস-এর ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস-এর সভাপতি অনিমেষ সোমের সভাপতিত্বে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
জেলা স্কাউটস-এর সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মিলন কাউন্সিল পরিচালনা করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. রেজাউল করিম, স্কাউটসের সাবেক আঞ্চলিক সাধারণ সম্পাদক মশিউর রহমান, জেলা স্কাউটস-এর কমিশনার মাতলুবুল মামুন প্রমুখ কাউন্সিলে বক্তব্য রাখেন। কাউন্সিলে সহ- সভাপতি ৫ জন, কমিশনার ১ জন, কোষাধ্যক্ষ ১জন, সাধারণ সম্পাদক ১জন, যুগ্ন সম্পাদক ১জন, গ্রুপ কমিটির সভাপতি ৪ জন নির্বাচিত করা হয়। উপজেলার শালখুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
Leave a Reply