1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
ই-অরেঞ্জের কথিত মালিক সোহেল রানা আটক - বাংলা টাইমস
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন

ই-অরেঞ্জের কথিত মালিক সোহেল রানা আটক

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভারত-নেপাল সীমান্ত থেকে ই-অরেঞ্জের কথিত মালিক সোহেল রানাকে আটক করেছে বিএসএফ। সোহেল রানা বনানী থানার পুলিশ পরিদর্শক ছিলেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে শুক্রবার (৩ সেপ্টেম্বর) তাকে আটক করে।

 

বনানী থানার ওসি বলেছেন, সোহেল রানাকে পাওয়া যাচ্ছে না কয়েকদিন থেকে। সে বনানী থানার পুলিশ পরিদর্শক ছিলেন।

 

শনিবার (৪ সেপ্টেম্বর) ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শুক্রবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে সোহেল রানা নামে এক বাংলাদেশিকে আটক করে বিএসএফ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে একাধিক চাঞ্চল্যকর তথ্য দেয়। আটকের সময় তার কাছ থেকে বিদেশি পাসপোর্ট, একাধিক মোবাইল ও এটিএম কার্ড জব্দ করা হয়।

 

উল্লেখ্য, বিএসএফের হাতে আটক সোহেল রানা গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎকারী বহুল আলোচিত ই–কমার্স প্রতিষ্ঠান ই–অরেঞ্জের পৃষ্ঠপোষক। রাজধানীর বনানী থানার এই পুলিশ পরিদর্শকের বোন ও ভগ্নিপতি ই–কমার্স প্রতিষ্ঠান ‘ই–অরেঞ্জ’ পরিচালনা করতেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট