1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশে - বাংলা টাইমস
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:১৭ পূর্বাহ্ন

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশে

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশে পৌঁছেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সফরে পাঁচটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।

 

শনিবার (৪ সেপ্টেম্বর) ঢাকায় পা রেখেছে সফরকারীরা। সিরিজের সবগুলো ম্যাচ হবে সিলেটে। তিন দিনের কোয়ারেন্টিন শেষে আগামী ৮ সেপ্টেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে আফগানদের লড়াই শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। আগামী ১০ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রথম ম্যাচ। পরের চারটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১২, ১৪, ১৭ ও ১৯ তারিখে। এরপর দুই দলের একমাত্র চার দিনের ম্যাচটি শুরু হবে ২২ সেপ্টেম্বর।

 

দুই দফা সফর স্থগিত হওয়ার পর ক্ষমতাসীন তালেবান গোষ্ঠী শেষ পর্যন্ত সবুজ সংকেত দেওয়ায় বাংলাদেশে আসে আফগান দল। প্রাথমিক সূচি অনুসারে, গত মাসের শেষ সপ্তাহে পৌঁছানোর কথা ছিল তাদের।

 

ফ্লাইট বন্ধ ও ভিসা জটিলতার কারণে প্রথমে নিজ দেশ থেকে পেশোয়ার হয়ে পাকিস্তানে যায় তারা। এরপর ইসলামাবাদ থেকে রওনা হয়ে তারা ঢাকায় পা রেখেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট