1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
সুন্দরগঞ্জে গাছ কাটার অপরাধে কাজী গ্রেফতার - বাংলা টাইমস
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০২:৪৩ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে গাছ কাটার অপরাধে কাজী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার নিকাহ্ রেজিষ্টার (কাজী) ও ভুরারঘাট এম.ইউ বহুমুখী ফাজিল (ডিগ্রী) মাদরাসার চাকুরিচুত্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ভুরারঘাট এম.ইউ বহুমুখী ফাজিল (ডিগ্রী) মাদরাসার গাছ কাটার অপরাধে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ব্র্যাক মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরআগে নানা অনিয়ম ও দুর্নিতীর অভিযোগে ওই মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে কাজী সাখাওয়াত হোসেনকে চাকুরিচুত্য করা হয়। এ বছরের ২৩ আগস্ট এমপিও থেকে তার নাম স্থায়ীভাবে কর্তন করে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।জানা গেছে, সম্প্রতি বে-আইনিভাবে কাজী সাখাওয়াত হোসেন মাদরাসার ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ইউক্লিপটাস গাছ কর্তন করে।

 

এ ঘটনায় মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিলুফা ইয়াসমিন গত বুধবার রাতে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

 

মামলা তদন্তকারি কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

অপরদিকে কাজী সাখাওয়াত হোসেনের স্ত্রী জানান, কোনরূপ তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করা হয়েছে। প্রতিষ্ঠানের গাছ নয়, ব্যক্তি মালিকানা গাছ কর্তন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট