শরৎ এলো চুপিচুপি
এইতো আমার দেশে,
সাদা সাদা মেঘেরা সব
বেড়ায় ভেসে ভেসে।
শরৎ এলো শিশির নিয়ে
শিশির পড়ে টুপ
এই শরতের দেশের যেন
পালটে যায় রূপ।
শরৎ এলো কাশফুলেরা
তারাও দেখি নাচে,
শিউলি টগর সুবাস ছড়ায়
সবুজ গাছে গাছে।
শরৎ এলো শারদীয়ার
বাজনা শুধু বাজে,
ঢাক ঢোলকের তালে তালে
খোকাখুকু সাজে।
-বড় বাজার, চুয়াডাঙ্গা
Leave a Reply