কুড়িগ্রামের উলিপুরে তিস্তার পানি কমলেও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি হয়। পাউবো’র তথ্যমতে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে ব্রহ্মপূত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৫০সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফলে উপজেলার হাতিয়া ও সাহেবের আলগা, বুড়াবুড়ী ইউনিয়নের বানের পানিতে ভাসছে শতাধিক চর গ্রাম । পানি বন্ধি হয়েছে প্রায় ১০ হাজার মানুষ। ডুবে গেছে চরের মানুষের স্বপ্ন রোপা আমন ক্ষেত। এদিকে চরাঞ্চলের পানিবন্দি মানুষদের খাদ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশনসহ বিভিন্ন সমস্যায় ভুগছে। বিশেষ করে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।
বন্যার সাথে সাহেবের আলগার কয়েকটি চরে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, পানি বৃদ্ধির ফলে ২৭৫০হেক্টর জমির রোপা আমন, ২০ হেক্টর বীজতলা, ৪০ হেক্টর শাক-সবজি বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে।
হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান বিএম আবুল হোসেন বলেন, এ ইউনিয়নে প্রায় আড়াই হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। পানি বন্দি এসব মানুষ চরম বিপাকে পড়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌল্লা বাংলা টাইমসকে বলেন, এখন পর্যন্ত ৫০ মেট্রিক চাল ও ২ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। দ্রুত বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম শুরু হবে।
Leave a Reply