চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে ভেসে এলো বিপন্ন জাতের মৃত ইরাবতি ডলফিন। শুক্রবার (৩রা সেপ্টেম্বর) বিকেলে পারকি বীচ এলাকায় এটি দেখতে পান স্থানীয় ও পর্যটকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডলফিনটি প্রায় চার ফুট লম্বা আর প্রস্থে দুই ফুটের বেশি।বিকেলে জোয়ারের পানি নামার পর সৈকতের পশ্চিম পাশে দেখা যায় ডলফিনটি। ওই সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
চাতরী থেকে ঘুরতে যাওয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিকালে সৈকতে ঘুরতে গেলে চারটা সময় একটি মৃত ডলফিন দেখতে পাই ।মারা যাওয়া ডলফিনের শরীরের বিভিন্ন স্থান দিয়ে ঝরছিল রক্ত।
বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে সৈকতে ডলফিনটি দেখা যায়। এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে ।আজ পুঁতে ফেলার চেষ্টা করেছি কিন্তু সন্ধ্যা হয় যাওয়া আর তা সম্ভব হয়নি ।কাল এটি পুঁতে ফেলার ব্যবস্থা করা হবে।
Leave a Reply