1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
পানশিরে সংঘর্ষে ‌‘৩৫০’ তালেবান সদস্য নিহত - বাংলা টাইমস
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৪৯ পূর্বাহ্ন

পানশিরে সংঘর্ষে ‌‘৩৫০’ তালেবান সদস্য নিহত

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আফগানিস্তানের পানশিরে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) সঙ্গে তালেবানের তীব্র সংঘর্ষ চলছে ।

 

পানশির প্রদেশের বেশ কিছু অঞ্চল দখলের দাবি করেছে তালেবান। শুক্রবার এমনটিই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

এ সময় সংঘর্ষে অনেক এনআরএফ সদস্য হতাহত হয়েছেন বলেও দাবি করেছে তারা।

 

বুধবারই পানশির ঘিরে ফেলার পর থেকেই সেখানে সংঘাত চলছে। তবে পানশিরে তালেবানের জন্য খুব সহজ হচ্ছে না এনআরএফ-কে পরাজিত করা।

 

প্রদেশটির সব প্রবেশমুখ নিয়ন্ত্রণে রেখেছে এনআরএফ। দুপক্ষের লড়াইয়ে তালেবানের শতাধিক সদস্যের নিহত হওয়ার দাবিও করেছে এনআরএফ।

 

১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুলের মধ্য দিয়ে দেশটির ৩৪ প্রদেশের ৩৩টি দখল করে নেয়। শেষ এই সীমান্ত প্রদেশ পানশির এখনো দখল করতে পারেনি তালেবান।

 

পানশিরে হামলার আগে বিরোধীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালানো হয়েছিল বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

 

সেই আহ্বানে সাড়া না দেওয়ায় সংঘাতের পথ বেছে নেয় দুই পক্ষই।

 

এনআরএফের মুখপাত্র ফাহিম দাশতি জানিয়েছেন, লড়াইয়ে তালেবানের ৩৫০ সদস্য নিহত এবং অনেকে আটক হয়েছে।

 

এনআরএফ সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন আফগানিস্তানের প্রয়াত মুজাহিদিন কমান্ডার শাহ আহমদ মাসউদের ছেলে আহমদ মাসউদ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট