1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ড ধরাশয়ী - বাংলা টাইমস
রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:২৮ পূর্বাহ্ন

দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ড ধরাশয়ী

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডকে ধরাশয়ী করলো বাংলাদেশ। এর আগে ব্যাট করতে নেমে ১৪২ রানের টার্গেট দেয় টাইগাররা।

 

৪ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।প্রথম ম্যাচে মাত্র ৬০ রানে অল-আউট হয়ে ৭ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচেও হেরেছে নিউজিল্যান্ড।

 

 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করে ১৪১ রান তুলেছে টাইগাররা। কিউইদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে টাইগাররা।

 

শুরুতে লিটন দাস ও নাঈম হাসান মিলে ৯.৩ ওভার খেলে যোগ করে ৫৯ রান। লিটন ৩৩(২৯) রান করে সাজঘরে ফেরেন রাচীন রবীন্দ্রর বলে ক্যাচ দিয়ে। পরের বলে মুশফিকুর রহিম ফেরেন শূন্য রানে স্ট্যাম্পিং হয়ে।

 

এক ওভার বাদে সাকিব আল হাসানও ফেরেন হতাশ করে। ৭ বলে ১২ রান করে ম্যাককনিকের বলে ক্যাচ দেন সার্সের হাতে। নাঈম শেখ ওয়ানডে মেজাজে খেলেছেন, ৩৯ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন রবীন্দ্রর বলে ব্লান্ডেলের হাতে ক্যাচ দিয়ে।

 

আফিফ হতাশ করেছেন ৩ বলে ৩ রানে সাজঘরে ফিরে। এরপর অবশ্য মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ৩২ বলে ৩৭ আর নুরুল হাসানের ৮ বলে ১১ রানে ভর করে ৬ উইকেটে ১৪১ রান তুলেছে বাংলাদেশ।

 

 

এর আগে, অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে সম্প্রতি। এবার অজিদের প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডকেও সেভাবেই আতিথেয়তা দিচ্ছে বাংলাদেশ। কিউইরা পাঁচ ম্যাচের সিরিজ খেলতে এসে প্রথম দুই ম্যাচেই হারের স্বাদ নিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট