1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
দৌলতদিয়ায় পারের অপেক্ষায় শত শত পণ্যবাহি ট্রাক - বাংলা টাইমস
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৩:২৯ পূর্বাহ্ন

দৌলতদিয়ায় পারের অপেক্ষায় শত শত পণ্যবাহি ট্রাক

রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ ঢাকা মুখি প্রবেশদ্বার রাজবাড়ী জেলার দৌলতদিয়া নৌরুটে তীব্র যানজটের কারণ হিসেবে দেখা যায় নদীতে তীব্র স্রোত, নদী ভাঙনে ঘাটের সংখ্যা কমে আসা এবং দুই নৌরুটের যানবাহন পার হচ্ছে দেশের ব্যাস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। ফলে দেখা দিয়াছে তীব্র যানজটের। আর এই যানজটের সবচেয়ে বড় শিকার ট্রাক ও কাভার্ডভ্যান চালকেরা।

 

 

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে দীর্ঘ সময় ধরে। এই ঘাট দিয়ে প্রতিদিন প্রায় বারো’ শো গাড়ি পার হতো। এখন ঐ রুটে চলাচলকারী যানবাহনগুলো নদী পারাপারের জন্য দৌলতদিয়া ঘাটে আসছে। একদিকে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত প্রতিটি ফেরি ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় বেশি লাগছে। অতিরিক্ত যানবাহনের চাপে দৌলতদিয়া ঘাট অভিমুখে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে শত শত পন্যবাহি ট্রাক। এ ছাড়া দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের সারি ছোট রাখতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলো আটকে রাখা হচ্ছে দৌলতদিয়া ঘাট থেকে প্রায় ১৪ কিলোমিটার দুরে গোয়ালন্দ মোড় এলাকায়। সেখানেও অন্তত ৪/৫ কিলোমিটার পন্যবাহি ট্রাকের সারি সৃষ্টি হয়েছে। ২/৩ দিন আগে এসেও অনেক ট্রাককে সিরিয়ালে অপেক্ষা করতে হচ্ছে।

 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল সারে দশটায় সরেজমিন দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীজ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার পণ্যবাহী গাড়ির সারি রয়েছে। ফেরি ঘাটের কাছাকাছি কিছু যাত্রী বাহি বাসও সিরিয়ালে অপেক্ষামান রয়েছে।

 

চুয়াডাঙ্গা থেকে থেকে ঢাকাগামী ট্রাক্টর বয়ে নিয়ে আসা ট্রাক চালাক মো. আকাশ জানান, তিনি ২দিন গোয়ালন্দ মোড় এলাকায় সিরিয়ালে আটকে থেকে আজ সকালে দৌলতদিয়ায় এসে সিরিয়ালে আটক পড়েছেন। বলতে পারছেন না কবে কখন ফেরির নাগাল পাবেন। তবে দুইদিন পরে এখান পর্যন্ত আসতেও তার খরচ হয়েছে প্রায় পনেরো শত টাকা।

 

আরেক চালক ভোমরা বর্ডার থেকে ঢাকা গামী কাভার্ড ভ্যান চালক আঃ রাজ্জাক জানান, গত বুধবার তিনি কাভার্ড ভ্যান নিয়ে গোয়ালন্দ মোড়ে এসে পৌছান। দালালের মাধ্যমে দেড় হাজার টাকা দিয়ে তিনি বৃহস্পতিবার রাতে ঘাটে আসতে পেরেছেন। এখানেও প্রায় ২০ ঘণ্টা ধরে আটকে আছেন। সড়কে আটকে থাকা অবস্থায় থাকা-খাওয়া ও শৌচাগারের ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে।

 

তাছাড়া দালালদের দৌরাত্মতো রয়েছেই দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুটে। মাঝে মাঝে ট্রাফিক পুলিশকেও উৎকোচ দিতে হয় ডান পাশ দিয়ে ঘাট পার হওয়ার জন্য। সবকিছু মিলিয়ে এই নৌরুটে চালকদের ভোগান্তি অবর্ননীয়।

 

টাকা নিয়ে পণ্যবাহী গাড়ি আগে পারাপারের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ট্রাফিক পুলিশের পরিদর্শক তারক পাল দাবি করেন- এ ধরনের অভিযোগের সত্যতা নেই। এদিকে ঘাটে বিআইডব্লিউটিসির টিকিট কাউন্টারেও পণ্যবাহী গাড়ি থেকে বাড়তি টাকা আদায়ের অভিযোগ রয়েছে। বিশেষ করে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি পারাপার বন্ধের কারণে দৌলতদিয়ায় গাড়ির চাপ বাড়ার পর অবৈধ এই লেনদেন বেড়ে গেছে। ঘাটে এসে এক-দুই দিন আটকা পড়া এড়িয়ে দ্রুত পারাপারের জন্য টাকা দিতে বাধ্য হচ্ছেন পরিবহন কর্মীরা।

 

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, শিমুলিয়া-বাংলাবাজার হয়ে প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ পণ্যবাহী গাড়ি পার হতো। এসব গাড়ি এখন দৌলতদিয়ায় চলে আসছে। ফলে এই ঘাটে গাড়ির চাপ কমানো যাচ্ছে না। শিমুলিয়া-বাংলাবাজার চালু না হলে দৌলতদিয়া ঘাটের পরিস্থিতি স্বাভাবিক হওয়া কঠিন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট