রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার গ্রামে গ্রামে করোনা সচেতনতামূলক বার্তা দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৮০ জন শিক্ষার্থীর ১৬টি টিম একযোগে এই ক্যাম্পেইন শুরু করেন।
এসব জেলার একটি করে উপজেলায় শুরু হওয়া এই ক্যাম্পেইন স্বাস্থ্যবিধি মানানো যেমন- মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা, টিকার নিবন্ধন ও গ্রহণ, ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া- ইত্যাদি বিষয়ে ছোট ছোট গ্রæপে জনসচেতনতা সৃষ্টিতে সপ্তাহব্যাপী কাজ করবে।
‘নর্থবেঙ্গল কোভিড-১৯ ইয়ুথ ফোরাম’ নামের একটি প্ল্যাটফর্মের উদ্যোগে মাস্ক বিতরণের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, শিশু, যুবক, নারী, ধর্মীয় নেতা, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কাজ করবে গ্রুপগুলো।
এর আগে বুধবার সন্ধ্যায় একটি ভার্চুয়াল সভায় এই সচেতনতামূলক কার্যক্রম কীভাবে চলবে তার নির্দেশনা দেওয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে শিক্ষার্থীদের নির্দেশনা দেন। এ সময় বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজিয়াত হোসেন চৌধুরী, সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বেতার রাজশাহীর পৃষ্ঠপোষকতায় ও ইউনিসেফের সহযোগিতায় এই সচেতনতামূলক কার্যক্রম চালাবেন তারা।
Leave a Reply