রংপুরের পীরগঞ্জে উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর কর্তৃক বরাদ্দকৃত অর্থের কাজ না করেই সংশ্লিষ্ট ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যান টাকা উত্তোলন পূর্বক আত্মসাৎ করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষিপ্ত গ্রামবাসী গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছে।
অভিযোগ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা শাখার অধীনে ২০২০-২১ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় টুকুরিয়া ইউনিয়নের তরফমৌজা সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে মালিরপাড়া হয়ে যাতেরঘাট পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ২ লক্ষ ৩৩ হাজার ৭শ’৬২ টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্ত প্রকল্প সভাপতি ইউপি সদস্য মিজানুর রহমান ও ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমান মন্ডলের যোগসাজসে রাস্তায় কোন প্রকার কাজ না করে উক্ত প্রকল্পের টাকা উত্তোলন পূর্বক আত্মসাৎ করেন। বিষয়টি ঐ এলাকায় জানাজানি হলে সংশ্লিষ্ট গ্রামবাসী ফুঁসে উঠে।
এ ব্যাপারে তরফমৌজা গ্রামের বৃদ্ধ রহিদুল ইসলাম, মমতাজ আলী, মমিনুল ইসলাম, সোহেল রানা এ প্রতিবেদককে জানান, গত দেড় বছরে এ সড়কে এক কোদাল মাটিও কাটা হয়নি। সড়কটির এমন বেহাল দশা যে, একটু বৃষ্টি হলেই যানবাহন দুরের কথা পায়ে হেটে চলাচল করা দুস্কর হয়ে পড়ে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় বলেন, অভিযোগ দিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে উপজেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি দেখার জন্য আমি নিজে যাবো, কাজ না করে থাকলে কাজ বুঝে নেয়া হবে।
এ ব্যাপারে প্রকল্প সভাপতি ইউপি সদস্য মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
Leave a Reply