1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
পরীমনিকে ৩ দফায় রিমাণ্ডে নেয়ার কারণ জানতে চেয়েছেন হাইকোর্ট! - বাংলা টাইমস
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৮:৫৭ অপরাহ্ন

পরীমনিকে ৩ দফায় রিমাণ্ডে নেয়ার কারণ জানতে চেয়েছেন হাইকোর্ট!

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে ৩ দফায় রিমাণ্ডে নেয়ার কারণ জানতে চেয়ে নথিসহ দুই তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৫ সেপ্টেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানী।

 

২৮ দিন পার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৯ টা ৩২ মিনিটে কারাগার থেকে তিনি মুক্তি পান।

 

কারাবাস শেষে বুধবার (১ সেপ্টেম্বর) বাসায় ফিরেন চিত্রনায়িকা পরীমণি। ফিরেই পেলেন একটি দু:সংবাদ। বাসা ছাড়তে হবে তাকে। তার মুক্তির চার দিন আগেই নোটিশ দেওয়া হয়। আর তাই এক বিপদ থেকে কিছুটা স্বস্তি পেয়ে আরেক বিপদের মুখোমুখি পরী।

 

বনানীর লেকভিউ এলাকার ১৯/এ রোডের ১২ নম্বর বাড়িতে ভাড়া থাকেন পরীমণি। কয়েক দিন আগে তিনি কারাগারে থাকাকালীন একটি নোটিশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, এই বাসা ছেড়ে দিতে হবে। প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতেই নাকি বাড়িওয়ালা এমন নোটিশ দিয়েছে।

 

বুধবার (১ সেপ্টেম্বর) বিকালে ক্ষুব্ধ পরীমনি বলেন, আমি তো একা থাকি না। আমার বয়স্ক নানুভাই আছেন। হঠাৎ করে এসব কী! হঠাৎ করে কই যাব, সেটা কি কেউ বলতে পারেন?

 

তিনি বলেন, বলেন, কারাগার থেকে ঘরে ঢোকার পর বাসা ছাড়ার নোটিশ দেখতে পেলাম। এখন কি তাহলে আমার বসবাসের অধিকারটা পর্যন্ত কেড়ে নিচ্ছে ওরা? ওরা যা চেয়েছিল, তা-ই কি হচ্ছে? আমি কি তাহলে ঢাকা ছেড়ে চলে যাব, নাকি দেশ ছেড়ে চলে যাব?

 

উল্লেখ্য, গত ৪ আগস্ট পরীমণিকে তার বাসা থেকে আটক করে র‍্যাব। এরপর মাদক মামলায় তাকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয় এবং শেষ পর্যন্ত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। টানা ১৯ দিন কারাগারে ছিলেন তিনি। অবশেষে জামিন পেয়ে মুক্ত হলেন পরী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট