ঘূর্ণিঝড় ‘আইডা’-র প্রভাবে রেকর্ড বৃষ্টিপাত ও হঠাৎ বন্যা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
শহরটির মেয়র বিল ডি ব্লাসিও বলেন, শহরের মানুষ এর আগে আবহাওয়া পরিস্থিতির মুখোমুখি হয়নি। ভয়াবহ বন্যা এবং রাস্তাঘাটে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানুষের বাড়িঘর, সাবওয়ে স্টেশন এবং রাস্তাঘাট প্লাবিত হয়ে পড়তে দেখা যায়।
এছাড়া নিউ জার্সিতেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। শহরটির মেয়র পানিতে ডুবে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এছাড়া একই অঙ্গরাজ্যের মুলিকা হিলে ঘূর্ণিঝড়ের আঘাতে নয়জনের মৃত্যু হয়েছে।
Leave a Reply