ঢাকার কেরানীগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জামসহ রুমা নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ সেপ্টেম্বর) রাতে কেরানীগঞ্জ মডেল থানা ওসি আবু ছালাম মিয়ার নেতৃত্বে জিনজিরা অমৃতাপুর এলাকা থেকে ওই নারীকে আটক করে পুলিশ।
জাল টাকা তৈরির জন্য বিশেষ ধরনের কাগজ তৈরি, তাতে বিভিন্ন ধরনের আঠা, নিরাপত্তা চিহ্ন বসানো ও ছাপা হওয়ার পর নোটগুলোকে মূল নোটের মতো করে কাটার জন্য কারখানায় তিনজন কারিগর রয়েছে ।
অভিযানে জাল টাকাসহ কয়েক কোটি টাকা জাল নোট তৈরির উপকরণ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে কেরাণীগঞ্জ মডেল থানায় এ বিষয়ে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির।
তিনি জানান, প্রিন্টারে চাপ দিতেই বেরিয়ে আসছে চকচকে হাজার টাকার নোট। খালি চোখে দেখে বোঝার উপায় নেই এগুলো সবই জাল টাকা।
চক্রের নারী সদস্যকে গ্রপ্তার করলেও মূল হোতা মিনার পালিয়ে যায়। বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply