চুপিসারেই বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি। বিয়ে সেরেছেন আগস্ট মাসে। তবে এখনো কিছু বলছেন না তিনি। বিয়ের তারিখ জানাতেও আপত্তি করেন।
ন্যানসি জানান, আগস্ট মাসে গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিয়ে হয় তার। পারিবারিকভাবেই বিয়ে হয়েছে।
তিনি বলেন, ‘ইচ্ছে ছিল জাকজমক আয়োজনের মধ্য দিয়েই বিয়ে করার। কিন্তু কোভিডের কারণে আয়োজন করা হলো না। ঢাকায় বাসা নিয়েছি। সেখানেই থাকব।
আগস্ট মাসেই হয় ন্যানসি ও মেহেদী মহসীনের আংটি বদল। মেহেদী মহসীন একজন গীতিকার এবং দেশের নামকরা সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম-এর চিফ অপারেটিং অফিসার (সিওও)।
মহসীনের লেখা গানে কণ্ঠও দিয়েছেন ন্যানসি। শেষ ২০২০ সালের ৩০ জুলাই ইউটিউবে প্রকাশ পেয়েছে মহসীনের লেখা ‘এমন একটা মন’ নামে ন্যানসির গাওয়া গান।
Leave a Reply