ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাজা দেওয়া কথা জানিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদেশে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট আইনের বিষয়ে যথাযথ প্রশিক্ষণ নিশ্চিতের পাশাপাশি আইন প্রয়োগের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আরও সতর্ক হওয়া দরকার বলে জানায় দুই বিচারকের বেঞ্চ।
এর আগে গত ৪ আগস্ট একটি জাতীয় দৈনিকে ‘বাল্যবিবাহ নিরোধ আইনে দুই শিশুকে দণ্ড’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এতে নেত্রকোনার আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইনে দুই শিশুকে এক মাসের সাজা দিয়েছেন বলে উল্লেখ করা হয়।
পরে আদালত নি:শর্ত ক্ষমা চেয়ে করা নেত্রকোনার আটপাড়ার সহকারী কমিশনার (ভূমি) বা এসি (ল্যান্ড) সুলতানা রাজিয়ার আবেদনটি নিষ্পত্তির আদেশ দেয়। হাইকোর্টের আদেশে দুই শিশুকে মুক্তি দেয়া হয়।
Leave a Reply