1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
কুড়িগ্রামে পানিবন্দী ৮০ হাজার মানুষ - বাংলা টাইমস
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:৪৩ অপরাহ্ন

কুড়িগ্রামে পানিবন্দী ৮০ হাজার মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতিহয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃহস্পতিবার সকালে ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

এদিকে ধরলার পানি কিছুটা কমে গিয়ে ব্রীজ পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় উলিপুর উপজেলার অনন্তপুর বাজারের কাছে বেড়ি বাঁধের উপর দিয়ে পানি ঢুকে নতুন করে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

 

এ ছাড়া ব্রহ্মপুত্র অববাহিকার উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলার তিন শতাধিক চরের ৮০ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় ২৪ হাজার ২৫০ হেক্টর জমির ফসল নিমজ্জিত রয়েছে। খাদ্য, বিশুদ্ধ পানি গবাদী পশুর খাদ্য সংকট প্রকট হয়ে উঠছে।

 

অপর দিকে ধরলা ও তিস্তা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে রাজারহাট উপজেলার গতিয়াশাম, খিতাবখা, কিংছিনাই ও সদর উপজেলার চর বড়াইবাড়িসহ ২৫টি পয়েণ্টে নদী ভাঙন তীব্র রুপ ধারণ করেছে। চলতি বন্যায় রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গায় তিস্তার ভয়াভহ ভাঙনে বিলিন হয়েছে প্রায় ৮ শতাধিক বাড়িঘর।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট