আফগানিস্তানের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর তালেবানরা নিয়ন্ত্রণে নেওয়ার পর পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট প্রথম এই বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে আফগানিস্তানের স্থানীয় সময় সোমবার রাতে দেশটি থেকে মার্কিন নেতৃত্বের সৈন্যদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়।
সৈন্য প্রত্যাহার শেষ হওয়ার পরপরই বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় তালেবান।
কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বিমানবন্দর পরিচালনায় টেকনিক্যাল বিষয়ে দক্ষ একটি দল কাবুলে এসেছে। দলটির এক সদস্য বলেন, তারা আফগানিস্তানের রাষ্ট্রীয় আরিয়ানা আফগান এয়ারলাইনস ও কাবুলের বিমানবন্দর পরিচালনায় টেকনিক্যাল বিষয়ে সহায়তা করবেন।
Leave a Reply