1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
কক্সবাজারে বজ্রপাতে ২ রোহিঙ্গার মৃত্যু - বাংলা টাইমস
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৮:৩৭ পূর্বাহ্ন

কক্সবাজারে বজ্রপাতে ২ রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে বজ্রাঘাতে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

 

১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ/১০৪ সাব ব্লকে বুধবার (১ সেপ্টেম্বর) রাত ১টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে।

 

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাইমুল হক বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহতরা হলেন ৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা মো. হারেস ও ২ নম্বর ক্যাম্পের বাসিন্দা নাজমুল হাসান।

 

গুরুতর আহতরা হলেন মোহাম্মদ সালাম ও তার দুই মেয়ে। তাদের ৮ নম্বর ক্যাম্পের ওয়েস্ট এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অধিনায়ক মো. নাইমুল হক জানান, হারেস ও নাজমুল বুধবার সালামের বাসায় বেড়াতে এসেছিলেন। রাতে হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পরে আশপাশের ঘরের রোহিঙ্গারা গুরুতর আহত সালাম ও তার দুই মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট