1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
হাতিরঝিলে ঘুরতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হলেন ৩ তরুণ - বাংলা টাইমস
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৭:৫৪ পূর্বাহ্ন

হাতিরঝিলে ঘুরতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হলেন ৩ তরুণ

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিলে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলো-সিয়াম (১৮), আল কাবিদ (২২) ও ফরহাদ আকাশ (২১)।

 

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

 

তিনি বলেন, ‘ বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে তিন বন্ধু হাতিরঝিলে ঘুরতে আসেন। সেখানে মহানগর ব্রিজের পাশে সেপটিক ট্যাংকে বসেছিলেন। এসময় হঠাৎ সেটি বিস্ফোরিত হয়ে দগ্ধ হন তারা। এরপর আমরা দ্রুত তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।’

 

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের কর্তব্যরত এক চিকিৎসক জানান, তাদের শরীরের পাঁচ থেকে ১৫ শতাংশ পুড়ে গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট