দেশসেরা ওপেনার তামিম ইকবাল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার ঘোষণা দিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় নাম প্রত্যাহার করে নেন তিনি। স্বেচ্ছায় এমন সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এসে এমন ঘোষণা দেন তামিম ইকবাল।
তামিম বলেন, ‘কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই, আমাদের চিফ সিলেক্টর নান্নু ভাইকে আমি ফোন করেছিলাম। ফোন করে তাদের সঙ্গে কিছু জিনিস আমি শেয়ার করেছি। যেটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি তাদের বলেছি যে আমার মনে হয় না যে আমার ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত।’
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
Leave a Reply