নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ি নয়াবাড়ি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১লা সেপ্টেম্বর) নয়াবাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন- ডোমার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
এসময় আরোও উপস্থিত ছিলেন- নয়াবাড়ি জামে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি তোছাদ্দেক আলী, মসজিদ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও বোড়াগাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সহ-সভাপতি আয়নাল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ছাত্রলীগ নেতা শিহাব হাচান শাসন, নয়াবাড়ি জামে মসজিদের ইমাম আমিনার রহমান সহ এলাকার বিশিষ্টজনেরা।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে মসজিদটি সুন্দর ও সুর্দশন ভাবে তৈরির করতে মসজিদটির দ্রুত কাজ চলছে। মসজিদের নির্মাণ কাজে আর্থিকভাবে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান করছি।
মসজিদের উন্নয়ন কাজে সহযোগিতা করতে যোগাযোগ করুনঃ- মোবাইল : ০১৭১৬৬৩৫৭৭১ (বিকাশ)।
Leave a Reply