নীলফামারীর ডোমারে জুয়ার আসর থেকে ৪ জন জুয়ারিকে আটক করেছে ডোমার থানা পুলিশ। মঙ্গলবার রাতে ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মির্জাগঞ্জ হাট এলাকার একটি গোপন কক্ষে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়।
বুধবার (১লা সেপ্টেম্বর) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে বঙ্গীয় জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। আটককৃতরা হলেন- উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মির্জাগঞ্জ সদরপাড়া এলাকার মাছের পোনা ব্যবসায়ী মৃত আনারুল ইসলামের পুত্র রফিকুল ইসলাম পুটুল (৫৫), মির্জাগঞ্জ ডাঙ্গাপাড়া এলাকার মৃত অমূল্য ঋষির পুত্র নিতেন ঋষি (৩২), গাইবান্ধা জেলার সাঘাটা থানার ফলিয়া গ্রামের আব্দুল হাদির পুত্র বুলবুল ইসলাম আকাশ (৩২) ও মৃত নবাব আলী আকন্দের পুত্র জিয়ারু আকন্দ (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান জানান, মঙ্গলবার রাতে ডোমার থানার এসআই ঠাকুর দাস, এএসআই মহাদেব রায়, ফারুক হোসেন উপজেলার জোড়াবাড়ি ইউনিয়ন থেকে আটক করে। তাদের বিরুদ্ধে বঙ্গীয় জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply