নীলফামারীর ডোমারে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন বিটিভির নিয়মিত কণ্ঠশিল্পীসহ ৩ জন এবং সুস্থ্য হয়েছেন ১৪ জন।
বুধবার (১ সেপ্টেম্বর) ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জনের র্যাপিড এন্টিজেন নমুনা পরীক্ষায় ৩ জন শনাক্ত হন। শনাক্তকৃত ব্যক্তিরা হলেন- উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মটুকপুর উত্তরপাড়া এলাকার শাহিন ইসলামের স্ত্রী সফিয়া বেগম (৩৫), বিটিভির নিয়মিত কণ্ঠশিল্পী ও কেতকীবাড়ি ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মাহবুবুল হক (৪২) ও তার স্ত্রী বিথি আক্তার।
এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্ত হলেন ৩২৪ জন। এখন অব্ধি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ২২ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ জন সহ এযাবৎ মোট সুস্থ্য হয়েছেন ২৯০ জন এবং মৃত্যুবরণ করেছেন ১২ জন।
Leave a Reply