1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
ডেঙ্গু আক্রান্ত আরও ২৯৫ জন, মৃত্যু ৩ - বাংলা টাইমস
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৬:৪০ পূর্বাহ্ন

ডেঙ্গু আক্রান্ত আরও ২৯৫ জন, মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৯৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে অধিকাংশ ঢাকার। এ সময়ে তিনজনের মৃত্যু হয়েছে।

 

রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৫০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৪৫ জন ভর্তি হয়েছে। এ পর্যন্ত মারা গেছে ৪৫ জন।

 

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

তাতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২৯৫ জন ভর্তি হয়েছে। মোট রোগীর সংখ্যা এক হাজার ১৫৬ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে এক হাজার ১৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৪১ জন।

 

গত জানুয়ারিতে ৩২ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়। জুনে এ সংখ্যা ১৭২ জনে ওঠে। জুলাই মাসে তা দাঁড়ায় দুই হাজার ২৮৬ জন। তাতে সব মিলিয়ে এ বছরের প্রথম সাত মাসে ডেঙ্গুতে মোট শনাক্ত দাঁড়ায় ২ হাজার ৬৫৮ জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট