জয়পুরহাটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভায় অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সজাগ থাকার কথা বলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল মুকুল।
জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক এ.ই.এম মাসুদ রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল আহম্মেদ। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত সহ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply