1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
খালেদা জিয়ার বাড়ির সামনে ১৪৪ ধারা - বাংলা টাইমস
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৭:১২ পূর্বাহ্ন

খালেদা জিয়ার বাড়ির সামনে ১৪৪ ধারা

ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর বাধায় পন্ড হয়ে গেছে।

 

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের বেগম জিয়ার বাড়ির সামনে একটি মাদ্রাসার প্রাঙ্গনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু আয়োজন শুরু হওয়ার আগেই উপজেলা প্রশাসন ও থানার পুলিশ সদস্যরা সভাস্থলে উপস্থিত হয়ে সভা বন্ধ করে ১৪৪ ধারা জারি করেন সেখানে।

 

পুলিশ জানান, বুধবার বিকেলে সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর ইস্কান্দারিয়া মাদ্রাসার প্রাঙ্গনে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার কথা ছিল। একই সময়ে একই স্হানে উপজেলা আওয়ামী লীগও একটি সভা আহবান করে। দুটি দলের সভা ঘোষণাার পর এলাকায় আইন-শৃংখলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। কাজেই এখানে কোন ধরনের সভা সমাবেশ, মিছিল মিটিং করা যাবে না এবং বুধবার মধ্য রাত পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগম সভাস্থল এলাকায় গিয়ে ১৪৪ ধারা জারি করেছেন।

 

উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন মজুমদার জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা পন্ড করতে আওয়ামী লীগ সভা ঘোষণা করেছেন। তিনি বলেন, যখন নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, তখন আওয়ামী লীগ সভা ঘোষণা করেছে।

 

এদিকে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন মজুমদার বলেন, দলের সাংগঠনিক বিষয়ে স্ব-স্ব ইউনিয়নে আলোচনা সভা ছিল। তারই ধারাবাহিকতায় সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের বেগম জিয়ার বাড়ির সামনে ইস্কান্দারিয়া মাদ্রাসার প্রাঙ্গনে আওয়ামী লীগের আলোচনা সভা ছিল। তিনি বলেন, প্রশাসনের ১৪৪ ধারা জারি করার কারনে তাঁরা সভা স্থগিত করা হয়েছে।

 

ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এলাকা এখন শান্ত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট