কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপি’র দাদামোড়স্থ দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে পথচারীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
আলোচনা সভায় জেলা বিএনপি’র সহসভাপতি শফিকুল ইসলাম বেবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহসাধারণ সম্পাদক ইদ্রিস আলী, নাগেশ্বরী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শফিউল আলম সফি, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবার রহমান, পৌর বিএনপির মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও কারামুক্তির প্রার্থনা করা হয়। পরে বৈশ্বিক মহামারী করোনা থেকে সুরক্ষায় সাধারণ মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
Leave a Reply