রাজধানীর কদমতলী থেকে গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কদমতলী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মো. সুলেমান, মো. মোস্তফা কামাল ওরফে ভোলা ও মো. রাজেস। এ সময় তাদের হেফাজত হতে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কদমতলী থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন মীর জানান, পুলিশের কাছে তথ্য আসে কতিপয় লোক কদমতলী থানার মাতুয়াইল শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের মেইন গেটের সামনে গাজাঁ বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩১ আগস্ট, ২০২১) সন্ধ্যা ৭:২৫ টায় উক্ত স্থানে অভিযান চালিয়ে গাজাঁসহ সুলেমান, মোস্তফা ও রাজেসকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা উল্লেখিত স্থানে গাজাঁ বিক্রয়ের জন্য অবস্থান করছিল মর্মে স্বীকার করেছে। এ ঘটনায় কদমতলী থানায় মামলা রুজু হয়েছে।
Leave a Reply